গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে বহদ্দারহাট ফ্লাইওভারের মুখে সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন ফার্নিচার দোকান মিস্ত্রি মো. ফারুক (৩২)। স্ত্রী ও দুই ছেলেমেয়ের পরিবারে ফারুক ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান শহীদ ফারুকের পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
এতে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরীর সাংগঠনিক সমপাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সমপাদক ও মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান, ইসলামী ছাত্রশিবির মহানগরী উত্তর সভাপতি ফখরুল ইসলাম বাবু, পাঁচলাইশ থানা আমীর মাহমদুল হাসান রুমী, শ্রমিক কল্যাণ ফেডারেশন পাঁচলাইশ থানা সভাপতি আমির হোসাইন।
এসময় মুহাম্মদ শাহজাহান বলেন, শত শত ছাত্র–জনতার শাহাদাতের কারণে আজ দেশে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। তাদের ত্যাগ–কুরবানির কারণে দেশের মানুষ ইতিহাসের নিকৃষ্টতম জুলুম থেকে রেহায় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সকল শহীদ ও আহতদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তাঁর পক্ষ থেকে আজ আমরা শহীদ ফারুকের পরিবারে এসেছি। প্রেস বিজ্ঞপ্তি।