মনসা পূজা আজ। বাঙালি হিন্দুদের ঘরে ঘরে শ্রদ্ধার সঙ্গে পূজিতা হন দেবী মনসা। অনেকের মতে, সাপের কামড় থেকে রক্ষা পেতে মাটির সরায় দুধ–কলা দিয়ে দেবী মনসাকে পূজা করা হয়। সারাদিন উপোস করে পূজা শেষে দুধ–কলা দিয়ে মনসার পূজা সম্পন্ন করে তবে উপবাস ভাঙেন মহিলারা। সমাজে এই পূজার প্রচলিত হওয়ার জন্য রয়েছে প্রচলিত পুরান কাহিনি। দেয়া হয় পাঁঠা বলি।