চবির ৫ সমন্বয়কের পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

চবি প্রতিনিধি | শনিবার , ১৭ আগস্ট, ২০২৪ at ৬:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫ সমন্বয়ক ও সহসমন্বয়ক পদত্যাগ করেছেন। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ ঘোষণা দেন তারা।

এই ৫ জন হলেনসমন্বয়ক সুমাইয়া সিকদার, সহসমন্বয়ক আলমাশনূন, ধ্রুব বড়ুয়া, সাইদুজ্জামান রেদুয়ান ও ঈশা দে। ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন আলমাশনূন।

তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের কাছে সমন্বয়করা জবাবদিহিতা করছে না এবং নানা ধরনের সাফাই দিচ্ছেন যেগুলো অনেকাংশেই একপাক্ষিক। প্রথম থেকেই যেসব সমন্বয়হীনতা ও অপরাজনীতির আভাস পেয়েছি, আমরা সেগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, জবাবদিহিহীনতা ও ট্যাগাট্যাগির ফ্যাসিস্ট বয়ান আমাদের মনে প্রশ্নের জন্ম দেয়। আমরা মনে করি, সমন্বয়করা আমাদের সঙ্গে সৎ নন। ক্যাম্পাস সংস্কারের কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতে তারা তৎপর নন, প্রভোস্টদের পদত্যাগ না করিয়ে হলে শিক্ষার্থীদের উঠানোর ব্যাপারে আরও ভালো সিদ্ধান্ত তারা নিতে পারতেন। জানা যায়, ৫ জনের পদত্যাগের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সমন্বয়ক ও সহসমন্বয়ক থাকলেন ২৫ জন।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন হাফিজ ও জাহিদ
পরবর্তী নিবন্ধজাবি শিক্ষার্থী চকরিয়ার সিফাতের হদিস নেই ১২ দিন