সিএসইতে লেনদেন ১০.৭৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ১৬ আগস্ট, ২০২৪ at ১০:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১০.৭৪ কোটি টাকা। ৪,৮৫০ টি লেনদেনের মাধ্যমে মোট ৪০.৯০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১১০.৪৬ পয়েন্ট কমেছে, যা হলো ১৭,০৩১.০৩ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৯.৭৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,২৫২.৯৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৫.৮২ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৮১.৮৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক আজ ৬০.৮২ পয়েন্ট কমেছে, যা হলো ৩,০৭৫.৫৪ পয়েন্ট।

গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৪০,০৯৯.৬২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৫,৫২৯.৩৭ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৫ টির, দাম কমেছে ১৮০ টির আর অপরিবর্তিত রয়েছে ১২ টির।

পূর্ববর্তী নিবন্ধ‘নীল ঘূর্ণি’ নিয়ে আসছেন অপূর্ব-মম
পরবর্তী নিবন্ধবিদেশি পর্যটকদের জন্য দ্বার খুলছে উত্তর কোরিয়া