বিদেশি পর্যটকদের জন্য আগামী ডিসেম্বর থেকে দ্বার খুলছে উত্তর কোরিয়া। উত্তর–পূর্বাঞ্চলের সামজিয়ন শহরে এই বিদেশি পর্যটন চালু হচ্ছে। তবে উত্তর কোরিয়ার বাকি অংশেও পর্যটকদের ভ্রমণের অনুমতি দেওয়া হতে পারে বলে বুধবার আশা প্রকাশ করেছে ভ্রমণ কোম্পানিগুলো। খবর বিডিনিউজের।
এর মধ্য দিয়ে এই আভাসই পাওয়া যাচ্ছে যে, করোনাভাইরাস মহামারীর কারণে কয়েক বছরের কঠোর সীমান্ত নিয়ন্ত্রণের পর এখন উত্তর কোরিয়া বিদেশি পর্যটকদের বিশাল একটি গ্রুপের জন্য সীমান্ত খুলে দিতে প্রস্তুত হচ্ছে। চীনের বেইজিংভিত্তিক কোরিয়ো ট্যুরস তাদের ওয়েবসাইটে বলেছে, আমরা আমাদের স্থানীয় অংশীদারদের মাধ্যমে নিশ্চিত হয়েছি যে, চলতি বছরের ডিসেম্বর থেকে সামজিয়নে সরকারিভাবে পর্যটন শুরু হবে। উত্তর কোরিয়ার বাকি অংশেও বিদেশি পর্যটকরা ভ্রমণের অনুমতি পেতে পারেন। উত্তর কোরিয়ায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয় গত বছর। আর গত ফেব্রুয়ারিতে রুশ পর্যটকদের ছোট একটি দল উত্তর কোরিয়ায় ব্যক্তিগত সফরে গিয়েছিল। গত জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ শীর্ষ বিদেশি কর্মকর্তারা উত্তর কোরিয়া সফর করেছিলেন। তবে ২০২০ সাল থেকে আন্তর্জাতিক পর্যটকদের জন্য উত্তর কোরিয়ার দ্বার পুরোপুরি উন্মুক্ত ছিল না।