৯ দফা দাবিতে চট্টগ্রাম কর কর্মচারীদের মানববন্ধন

| শুক্রবার , ১৬ আগস্ট, ২০২৪ at ১০:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আয়কর বিভাগের কর্মচারীরা ৯ দফা দাবিতে গত বুধবার সকালে আগ্রাবাদ সরকারি কার্যভবন প্রাঙ্গণে মানববন্ধন সমাবেশ করেছে। চট্টগ্রাম কর কর্মচারী কল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও প্রথম সচিবের স্বেচ্ছাচারিতা, অনিয়মের কারণে ১৭ থেকে ২০তম গ্রেডের নোটিশ সার্ভার, সকল অফিসসহায়ক ও নিরাপত্তা প্রহরীরা দীর্ঘদিন যাবত পদোন্নতি হতে বঞ্চিত রয়েছে। তাই অবিলম্বে পদোন্নতিসহ ৯ দফা বাস্তবায়নের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সমাবেশে চট্টগ্রাম কর কর্মচারী কল্যাণ সংসদের সভাপতি মো. মোরশেদ আলম, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, পিযুষ সিকদার, মুহাম্মদ ইদ্রিছ, আমির হোসেন খান, মো. জাকির হোসেন, আবু বক্কর ছিদ্দিক, রনি, মো. আনোয়ার হোসেন বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধযতীন সরকারের সর্বকালীন রাজনৈতিক নাটক
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীর গুলিতে একজন নিহত