চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের আলোচনা সভা

| শুক্রবার , ১৬ আগস্ট, ২০২৪ at ১০:২৬ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে এবং তার সুস্থতা কামনায় বিশেষ দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের উদ্যোগে আইন কলেজে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোয়ামাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম আইন কলেজ শাখার সাবেক সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এম সাইদুল ইসলাম বলেন, তারা ভেবেছিল খালেদা জিয়াকে মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে কারান্তরীণ করলেই বাংলাদেশের মানুষ স্তব্ধ হয়ে যাবে। সেটা সম্ভব হয়নি। তিনি বলেন, জন্মদিনে শুধু শুভেচ্ছাই নয়, আমরা খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করি। বিশেষ দোয়ামাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের আপ্যায়ন সম্পাদক তারেক ইকবাল। চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ ইদ্রিচের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রেজা হায়াত খানের পরিচালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের ২য় বর্ষের আহবায়ক বেলাল হোসেন শান্ত, ফাতেমা ফেরতৌসী।

বিএনপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সামপ্রতিক ছাত্রজনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সারাদেশের ন্যায় আইন কলেজেও মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ২য় বর্ষের ছাত্র মৌ: মিজানুর রহমান। উপস্থিত ছিলেন, ১ম বর্ষের ছাত্রনেতা গিয়াস, পারবেজ, বিপ্লব, মিজানুর রহমান, মোছাম্মৎ সায়মা, ডলি, রোবেল, সুমন, চিশতী, রহিম, কামাল, আমিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিতের দাবি এলাকাবসীর
পরবর্তী নিবন্ধনাফিজ সরাফাতের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক