বান্দরবানে জেলা প্রশাসকের হস্তক্ষেপে পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের দাবিতে অবস্থান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তিন দিন পর পার্বত্য জেলা পরিষদের কার্যালয়টিতে ফিরেছে কর্মচঞ্চলতা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বান্দরবানের মেঘলাস্থ জেলা পরিষদের কার্যালয়ে ঘটনাস্থলে গিয়ে ধর্মঘটকারীদের সঙ্গে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দ্রুত পরিবর্তনের দাবিতে সচেতন নাগরিক সমাজের ব্যানারে অবস্থান ধর্মঘট পালন করে বৈষম্য বিরোধী জনতা। এ নিয়ে গত তিন দিন ধরে কর্মকর্তা–কর্মচারীরা অফিসের সাভাবিক কার্যক্রম সম্পন্ন করতে না পারায় স্থবির অবস্থা বিরাজ করছিল জেলার অন্যতম প্রধান এই কার্যালয়টিতে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য দ্রুত পরিবর্তন কর নতুন চেয়ারম্যান–সদস্য নিয়োগের দাবিতে গত ১২ আগস্ট সকাল ৮ টা থেকে অবস্থান ধর্মঘট করছিলেন বিক্ষুব্ধ জনতা। এ সময় বান্দরবান সচেতন নাগরিকের পক্ষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান বলেন, জেলা প্রশাসক সরকারের একজন প্রতিনিধি তার কথায় আশ্বস্ত হয়ে অবস্থান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে জেলা পরিষদ পুনর্গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলবে।
জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন অবস্থান ধর্মঘটের বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে অবহিত করা হয়েছে। বান্দরবান পার্বত্য জেলাপরিষদে অতিদ্রুত পরিবর্তনের সিদ্ধান্ত আসবে বলে জানান তিনি।