এই পদ্মলতা শুনো? বলি
তুমি গা ভাসিয়ে হেঁটো না
ওই ক্লান্ত ডুবুডুবু বেলাতে,
আমার ব্যস্ত বেলা হয় পার
কত দুঃখ যাতনার হেলাতে।
ঠিক বেলা পেরুবার কিছু আগে
হারায় পাখির কলোরবে,
শুনি দোয়েল, কোয়েল, পিঙ্গে, শ্যামার
ঘরে ফেরার আনন্দের গান।
সাঁঝের বেলায় আমি ডুবি
ঠাকুরের আগমনের মগ্নতায়,
চারিদিক মুখরিত শাঁখের আওয়াজ
আমায় খুব নীরব হয়ে ভাবায়।