রাঙামাটি জেলা পরিষদ ভেঙে দেওয়ার দাবি

মেয়রকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ১৬ আগস্ট, ২০২৪ at ৯:৫৪ পূর্বাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগসহ পরিষদ ভেঙে দেওয়ার দাবি উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ‘সাধারণ শিক্ষার্থী’দের ব্যানারে এক বিক্ষোভ কর্মসূচি থেকে এ দাবি উঠে। এছাড়া রাঙামাটি পৌরসভার মেয়রকেও ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের দোয়েল চত্বর পুরাতন শহীদ মিনারের সামনে থেকে একটি মিছিল শুরু হয়। মিছিলে স্লোগান দিতে দিতে বিক্ষোভকারী রাঙামাটি পৌরসভা কার্যালয়ের সামনে জড়ো হয়। এ সময় বিক্ষোভ কর্মসূচি থেকে ২৪ ঘণ্টার মধ্যে পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীকে পদত্যাগ করার জন্য আলটিমেটাম দেয়া হয়েছে। ঘণ্টাখানেকের বিক্ষোভে নেতৃত্বে দিয়েছেন আব্দুল আহাদ, আফিয়া বেগম, শরিফুল ইসলাম শাকিল প্রমুখ।

বিক্ষোভ কর্মসূচি থেকে ঘোষণা আসে, ‘আওয়ামী লীগের কোনো জনপ্রতিনিধির কেউই দায়িত্বপালন করতে পারবে না। যারা এখনো দায়িত্ব পালন করছে তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। যদি এই সময়ের মধ্যে পদত্যাগ না করে তাহলে ছাত্র সমাজ গণভবনের মতো একই অবস্থা তৈরি করবে।’ পৌর চত্বরে বিক্ষোভ শেষে মিছিলটি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চত্বরে যায়। এসময় সেখানেও বিক্ষোভকারীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাদের আল্টিমেটাম দেয়।

প্রসঙ্গত, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সদস্যরা আওয়ামী লীগের জেলাউপজেলাসহ বিভিন্ন ইউনিটের সঙ্গে সম্পৃক্ত। রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী রাঙামাটি জেলা যুবলীগ সভাপতি। অভিযোগ উঠেছে, শেখ হাসিনার সরকার পতনের আগে রাঙামাটিতে ‘বৈষম্যবিরোধী ছাত্র সমাজের’ দুইএকটি কর্মসূচি করতে চাইলেও সেটি ছাত্রলীগ ও পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ৩ জন ডেঙ্গু আক্রান্ত
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেসক্লাবে হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা