শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এবার পদত্যাগ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপ–উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দীন আহমদ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছে তার পদত্যাগের আবেদনটি জমা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিষয়টি নিশ্চিত করেন। ২০২৪ সালের ১৫ই ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. জামাল উদ্দীন আহমদ উপ–উপাচার্য পদে নিয়োগ পেয়েছিলেন।
জানা যায়, গত মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের উপ–পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের কাছে ৩ দফা দাবি পেশ করে চুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। সেখানে ৪৮ ঘন্টার মধ্যে উপাচার্য, সহ–উপাচার্য, ছাত্রকল্যাণ পরিচালক এবং তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিনের পদত্যাগসহ ১৫ আগস্টের মধ্যে ভারপ্রাপ্ত উপাচার্য নিয়োগের দাবি জানায় তারা। তারই পরিপ্রেক্ষিতে ১৪ আগস্ট (বুধবার) পদত্যাগ পত্র জমা দেন অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এছাড়া চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম ২৮ জুলাই পদত্যাগপত্র জমা দিলে গত ১৪ আগস্ট তাকেও অব্যাহতি দেওয়া হয়। সর্বশেষ এবার পদত্যাগ করেন উপ–উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দীন আহমদ।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে ড. জামাল উদ্দীন আহমদ বলেন, চুয়েটের কোন অকল্যাণ হোক, তা আমি চাই না। কোন অশান্তি না হোক সেটিই আমার চাওয়া। দায়িত্বকালীন সময়ে আমি ছাত্রদের জন্য, সবার জন্যেই কাজ করেছি। সবাই যেহেতু চাচ্ছে, তাই এই সিদ্ধান্ত নিলাম। সামনেও আমি ভালো কাজের জন্য, সবার জন্য কল্যাণময় কাজে থাকব ইনশা–আল্লাহ।