চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি পারভেজ তালুকদার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম ইমিগ্রেশন পুলিশ। পারভেজ তালুকদার সৌদি আরবের জেদ্দায় যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম ইমিগ্রেশন পুলিশের এস এস মো: আবদুল আউয়াল জানান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি পারভেজ তালুকদার বিমানবন্দরে অবস্থান করছিলেন। এ সময় চট্টগ্রাম ইমিগ্রেশন পুলিশের এসআই ইসতিয়াক তাঁকে দেখে চিনে ফেলেন। সেখানেই আটক হন পারভেজ।