চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন বলেছেন, বাংলার বিপ্লবি ছাত্র-জনতার আন্দোলন ও রক্তের বিনিময়ে ২য় বার পাওয়া স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার জন্য আবারও গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। এই বিপ্লবকে থামিয়ে দেওয়ার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে।
এসব ষড়যন্ত্র রুখে দিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি এবং অঙ্গ ও সংগঠনের নেতা-কর্মীদের প্রতিটি পাড়া মহল্লায় সজাগ থেকে সংখ্যালঘুদের মন্দির, গির্জা ও বাড়িঘর পাহারা দিয়ে কেন্দ্র ঘোষিত এসব কর্মসূচি পালনের মাধ্যমে এই স্বাধীনতা ও বিপ্লবকে রক্ষা করতে হবে।
শেখ হাসিনা ও আওয়ামীলীগ যতই ষড়যন্ত্র করুকনা কেন বিপ্লবী ছাত্র জনতা তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করবে ইনশাআল্লাহ।
বুধবার ১৪ই আগস্ট বিকেলে উপজেলার চৌধুরী প্লাজা প্রাঙ্গণে বিএনপি কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা ও জয়ের ফোনকল ও ভিডিও বক্তব্যের বিষয়ে নাজমুল মোস্তফা আমিন বলেন, আপনি যতই ষড়যন্ত্র করুন, যতই ভিডিওবার্তা দেন এবং নির্দেশ দেননা কেন বাংলাদেশের কোথাও ১৫ই আগষ্ট পালিত হবেনা, আমরা হতে দেবনা। যেসব ছাত্র জনতাকে হত্যা করেছেন সেই হত্যার বিচার সবার আগে হবে।
তিনি আরও বলেন, লোহাগাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নামে কোনো ধরনের চাঁদাবাজি চলবেনা, চলতে দেওয়া হবেনা। ব্যাবসায়ী, গাড়ির চালক, প্রতিষ্ঠান, ভবন মালিক, নির্মাণ কাজের টিকাদার কেউ কোন চাঁদাবাজকে প্রশ্রয় দিবেননা। কেউ চাঁদা দাবী করলে পুলিশ ও প্রশাসনকে এবং আমাদের জানান আমরা সবাই মিলে প্রতিহত করব। কোন ভাবেই ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই ২য় স্বাধীনতাকে ম্লান হতে দেওয়া হবেনা।
লোহাগাড়া উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ শাব্বির আহমদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ১নং সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী।
বক্তব্য রাখেন, চরম্বা ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ শাহআলম মেম্বার, আধুনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক মুজিবুর রহমান, সদস্য সচিব মোহাম্মদ নাছির, বড়হাতিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মামুনুর রশীদ চৌধুরী, সদস্য সচিব আবদুল আলম, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, কলাউজান ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলে এলাহী চৌধুরী, লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপির মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মোহাম্মদ ইসমাঈল, লোহাগাড়া উপজেলা কৃষকদলের আহবায়ক মোহাম্মদ নুরুল হক, যুবদল নেতা, আরাফাত, তাজু, মোর্শেদ, নাছির, রাশেল, রবিউল, স্বেচ্ছাসেবক দল নেতা শিমুল, জয়, ছাত্রদল নেতা শহীদ, রিয়াদসহ আরো অনেকে।
অবস্থান কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনে অসংখ্য নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।