আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তির সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মাস্টার আবু তালেব চৌধুরীর সভাপতিত্বে এবং মাস্টার আবু রায়হান চৌধুরী ও ফাহিম ইবনে ফরিদের যৌথ সঞ্চালনায় গত ১১ আগস্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন আল্লামা হাশেমী ইসলামী মিশনের চেয়ারম্যান আলহাজ কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী। উদ্বোধক ছিলেন আনোয়ারুল আজিম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ধলই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর জামান সিআইপি। প্রধান বক্তা ছিলেন কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক মুহাম্মদ নাছির উল্ল্যাহ। অতিথি ছিলেন আলহাজ মুহাম্মদ হাবিবুল ইসলাম ভূঁইয়া, অধ্যাপক মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, মাস্টার আনিসুর রহমান শরীফ, মুহাম্মদ ইসমাইল হোসেন রানা, মাওলানা সৈয়দুল হোক সৈয়দ, মুহাম্মদ হেলাল উদ্দীন, মুহাম্মদ মিনহাজ উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।