কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার বিজিপির আরও ১৩ সদস্য পালিয়ে এসেছেন। দীর্ঘদিন ধরে মিয়ানমারে চলমান যুদ্ধের মাঝে নাফ নদী দিয়ে বিজিপির এসব সদস্য পালিয়ে আসেন। গতকাল বুধবার সকাল ৭টায় সাবরাং এবং নাজিরপাড়াস্থ নাফ নদী দিয়ে পালিয়ে আসে তারা।
টেকনাফ–২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পালিয়ে আসা বিজিপি সদস্যদের নিরস্ত্র করে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে। তাদের নাম পরিচয় শনাক্তের কাজ চলছে। আইনী প্রক্রিয়া শেষ করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে।
এ নিয়ে গত জুলাই মাস থেকে ১৪ অগাস্ট পর্যন্ত মোট ১২৩ জন বিজিপি সদস্য পালিয়ে এসেছে। তাদের বিজিবি হেফাজতে রাখা হয়েছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত বিজিপির ৭৫২ সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছিল। তাদের ৩ দফায় মিয়ানমারে ফেরত পাঠানো হয়।