ছাত্র–জনতার আন্দোলন চলাকালে এবং দুই বছর আগে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘পুলিশি অভিযানের নামে লুটপাট ও ডাকাতির’ অভিযোগে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদসহ ৩০ পুলিশ সদস্যের বিরুদ্ধে পল্টন মডেল থানায় দুটি অভিযোগ দায়ের করেছে বিএনপি। দলটির ‘মামলা তথ্য ও সংরক্ষণ’ বিষয়ক কর্মকর্তা সালাহ উদ্দীন খান গতকাল বুধবার সকালে পল্টন মডেল থানায় অভিযোগ দুটি দায়ের করেন। থানার ওসি সেন্টু মিয়া অভিযোগগুলো গ্রহণ করেন। খবর বিডিনিউজের।
সালাহ উদ্দীন খান পরে সাংবাদিকদের বলেন, আপনারা জানেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত পুলিশ অফিসাররা অনেক মিথ্যা মামলা দিয়েছে, হয়রানি করেছেন, আমাদেরকে গুম করেছে। সর্বশেষ ২০২২ সালের একটি ঘটনা নিয়ে এসেছি। হারুন অর রশীদ, মেহেদী হাসান, বিপ্লব কুমার সরকার এরা আমাদের অফিসের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আমাদের অফিসের সব মালামাল নিয়ে যায়। প্রায় ৪৭ লক্ষ টাকার মালামাল ডাকাতি করেছে। আর তিন লক্ষ ৫০ টাকার মালামাল নষ্ট করেছে। সেই সংক্রান্ত একটা মামলার অভিযোগ আজকে (বুধবার) আমরা এখানে এফআইআর জমা দিয়েছি।