সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে অজ্ঞাত(১২) এক শিশুর মরদহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে ময়নাতদন্তের পর অজ্ঞাত ওই শিশুর মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করে। সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক (এস আই) রাজীব চন্দ্র পোদ্দার জানান, গত মঙ্গলবার গভীররাতে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে শিশুর লাশ ভেসে আসে। বিষয়টি স্থানীয় মাধ্যমে জানতে পেরে রাতেই তাঁরা শিশুটির লাশ উদ্ধার করেন। রাতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।