ইউক্রেনীয় ডুবুরিকে গ্রেপ্তার করতে পোল্যান্ডকে বলল জার্মানি

নর্ড স্ট্রিম তদন্ত

| বৃহস্পতিবার , ১৫ আগস্ট, ২০২৪ at ৮:৩৩ পূর্বাহ্ণ

নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন উড়িয়ে দেওয়া দলের সদস্য বলে কথিত এক ইউক্রেনীয় ডাইভিং প্রশিক্ষককে গ্রেপ্তারের জন্য পোল্যান্ডকে বলেছে জার্মানি। দুই বছর আগে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে যাওয়া ওই পাইপলাইন গোপন হামলা চালিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল। শত শত কোটি ডলার ব্যয়ে নির্মিত নর্ড স্ট্রিম পাইপলাইন বাল্টিক সাগরের তলদেশ দিয়ে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহ করত। রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার সাত মাস পর ২০২২ সালের সেপ্টেম্বরে ধারাবাহিক কয়েকটি বিস্ফোরণে নর্ড স্ট্রিম ১ ও ২ পাইপলাইন উড়িয়ে দেওয়া হয়। খবর বিডিনিউজের।

গতকাল জার্মানির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে অনামা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, যে দলটি পাইপলাইনে বিস্ফোরক পেতেছিল ওই ইউক্রেনীয় ডুবুরি তার অংশ ছিল। তবে একটি গণমাধ্যম বলেছে, ওই ইউক্রেনীয় ব্যক্তি আর পোল্যান্ডে থাকে না বলে ধারণা পাওয়া গেছে।

রয়টার্স জানিয়েছে, জার্মানির অ্যাটর্নি জেনারেলের দপ্তর এসব প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি। প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, জার্মানির সরকার জুনে পোল্যান্ডের কাছে একটি ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা হস্তান্তর করেছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৮.১৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধসেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়বেন জাপানের কিশিদা