দ্বিতীয় দিনে ‘এ’ দলের বোলারদের হতাশা

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৫ আগস্ট, ২০২৪ at ৮:২৪ পূর্বাহ্ণ

ব্যাটারদের হতাশা ঢাকতে পারলেন না বোলাররা। উল্টো হতাশাময় আরেকটি দিন পার করলেন হাসান মাহমুদ, নাঈম হাসানরা। দাপুটে ব্যাটিংয়ে দেড়শ ছোঁয়া ইনিংস খেললেন উমার আমিন। বড় লিড নিয়ে এগিয়ে রইল পাকিস্তান শাহিনস (‘এ’ দল)। ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে প্রথম চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ২৪৫ রানে এগিয়ে আছে পাকিস্তান শাহিনস। বাংলাদেশের ১২২ রানের জবাবে স্বাগতিক দলটির সংগ্রহ ৪ উইকেটে ৩৬৭ রান। বৃষ্টির কারণে প্রথম দিনের প্রায় অর্ধেকই খেলা হয়নি। তবে রোদ ঝলমলে দ্বিতীয় দিন ৮৮ ওভার ব্যাটিং করে পাকিস্তান শাহিনস। প্রথম শ্রেনির ক্যারিয়ারে ৩২তম সেঞ্চুরিতে ১৭৭ রানের ইনিংস খেলেন আমিন। এছাড়া ৭৬ রান করেন সাউদ শাকিল। বুধবার উদ্বোধনী জুটি ভাঙতে বেশি সময় নেননি পেসার তানজিম হাসান। দলীয় ২১ রানে ড্রেসিং রুমের পথ ধরেন সাইম আইয়ুব। আরেক ওপেনার মোহাম্মদ হুরাইরাকে নিয়ে ৯৬ রান যোগ করেন আমিন। দ্বিতীয় সেশনের শুরুতে অফ স্পিনার নাঈম হাসানের শিকার হন ৩৯ রান করা হুরাইরা। ৬৭ বলের ইনিংসে ৫টি চার মারেন তিনি। এরপর খেলার নিয়ন্ত্রণ নেন আমিন ও শাকিল। ম্যারাথন জুটিতে দুজন মিলে যোগ করেন ১৯৫ রান। দিনের শেষ ঘণ্টায় দুজনকেই বিদায় করেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। ২৩ চার ও ৩ ছক্কায় ২১১ বলের ইনিংসটি সাজান আমিন। ১৩২ বলের ইনিংসে ৯টি চার মারেন শাকিল। দিনের বাকি অংশে আর উইকেট পড়তে দেননি কামরান গুলাম ও সাদ খান। অবিচ্ছিন্ন জুটিতে তারা যোগ করেন ৪৫ রান।

পূর্ববর্তী নিবন্ধএনপিআইটির শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধবাফুফের দলবদলের সময় বৃদ্ধির আবেদন নাকচ করে দিল ফিফা