বান্দরবানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসকের অনুদানের চেক

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ আগস্ট, ২০২৪ at ৮:১৯ পূর্বাহ্ণ

বান্দরবানে গরীব অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসকের বিশেষ অনুদান থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে এগারোটায় বান্দরবান সার্কিট হাউজ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহ্‌ মোজাহিদ উদ্দিন। তিনি বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, নেজারত ডেপুটি কালেক্টর আসিফ রায়হান, সহকারী কমিশনার মো. নবাব আলীসহ গণমাধ্যমকর্মীরা ।

জেলা প্রশাসনের তথ্যমতে, বান্দরবানে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে পড়ুয়া শিক্ষার্থী এবং বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিসহ মোট ৫২ জনকে ১ লাখ ৫৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধট্রাফিক পুলিশ, আনসার ও শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাব গ্রেটার চিটাগংয়ের ছাতা বিতরণ
পরবর্তী নিবন্ধমন্দিরের প্রতিনিধিদের সাথে চন্দ্রঘোনা থানা ওসির মতবিনিময়