প্রতিবন্ধী শিশুরা যেন অন্যান্য শিশুদের মতই সমানভাবে তাদের মৌলিক অধিকার ও পূর্ণ স্বাধীনতা উপভোগ করতে পারে সেই লক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইনের উদ্দেশ্য পূরণ কল্পে সিডিডির সহায়তায় স্বেচ্ছাসেবী সংগঠন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা বাঁশখালী উপজেলার পৌরসভা ও ৮টি ইউনিয়নে ‘এসইআইইআই’র যাত্রা শুরু করেছে। প্রতিবন্ধী শিশুদের দ্রুত শনাক্তকরন ও চিকিৎসা সেবা প্রদান, একীভূত প্রাথমিক শিক্ষার আওতায় নিয়ে আসা এবং পরিবার ও এলাকার জনগণ তাদের অধিকার বিষয়ে সচেতন হয়ে উঠবে এই অঙ্গীকারে জেএসইউএসের কমিউনিটি ইন্টার্ন কর্মীদের ওরিয়েন্টেশন গতকাল বুধবার জেএসইউএস উপজেলার গুনাগরী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রকল্পের ইন্টার্ন নারী কর্মীদের নিয়ে আয়োজিত প্রাথমিক ধারনাভিত্তিক ওরিয়েটেন্টশনে প্রধান বক্তা ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন। সংস্থার প্রকল্প নিয়ে ইন্টার্ন নারী কর্মীদের উদ্দেশে সার্বিক ধারণা প্রদান করেন সংস্থার ব্যবস্থাপনা উপদেষ্টা সাঈদুল আরেফীন।
এছাড়া ইউনিয়ন ভিত্তিক জরিপ কার্যক্রম পরিচালনা, প্রতিবন্ধী শিশুদের দ্রুত শনাক্তরণ ও পদক্ষেপ গ্রহণ সম্পর্কিত ধারণা প্রদান করেন জেএসইউএস প্রোগ্রাম অফিসার জোবেদা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক বিপ্লব কান্তি দেব। ওরিয়েন্টেশনে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অংশ্রগহণকারী কমিউনিটি ইন্টার্নরা ছিলেন সাদিয়া সুলতানা অ্যানি, হাসনাতুর নূর মমি, গিন্নি আক্তার, মতোমাইন্নাতুল জান্নাত, খাদিজাতুল কোবরা, প্রভা চক্রবর্তী, পারভীন আক্তার, নাঈমা আফরোজ। প্রেস বিজ্ঞপ্তি।