আলোচিত মাহমুদা খানম মিতু খুনের মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন চেয়ে ফের আবেদন করেছে তার আইনজীবী। সম্প্রতি চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে এ আবেদন করা হয়।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফারুক মজুমদার আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বাবুল আক্তারের জামিন চেয়ে একটি আবেদন করা হয়েছে। আজকে (গতকাল) শুনানিও হয়েছে। তবে আদেশ হয়নি। আগামী ১৮ অগাস্ট আদেশ দিবেন বিচারক। এর আগে ৮ অগাস্ট জামিন চেয়ে আবেদন করা হলে বিচারক তা নাকচ করে দেন।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএনএইচসিআর’র এক কর্মীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে স্ত্রী মিতুকে খুন করিয়েছেন সাবেক এসপি বাবুল আক্তার নিজেই, এমনটা উল্লেখ করে গত বছরের ১৩ সেপ্টেম্বর বাবুল আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে ২০৮৪ পৃষ্ঠার ডকেট ও ২০ পৃষ্ঠার চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক। মিতু হত্যার ঘটনায় বাবুল ৬ বছর আগে যে মামলা করেছিলেন তাতেই তাকে প্রধান আসামি করে এই চার্জশিট দেয়া হয়। বাবুল ছাড়া চার্জশিটভুক্ত বাকি ৬ জন হলেন মোতালেব মিয়া প্রকাশ ওয়াসিম, আনোয়ার হোসেন, এহতেশামুল হক ভোলা, শাহজাহান মিয়া, কামরুল ইসলাম মুসা ও মো. খায়রুল ইসলাম কালু। ২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর ওআর নিজাম রোড এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মিতু।