শিক্ষার্থীদের দাবির মুখে চুয়েট উপাচার্যের পদত্যাগ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ আগস্ট, ২০২৪ at ৭:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম পদত্যাগ করেছেন। গতকাল বুধবার রাষ্ট্রপতি বরাবর উপাচার্য পদত্যাগের আবেদন করেছেন বলে জানা যায়। এক প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা তাঁকে চাচ্ছে না বলে উল্লেখ করে চুয়েটের মঙ্গলের জন্য পদত্যাগ করেছেন বলে জানান তিনি। পদত্যাগের আবেদনের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ মোহাম্মদ হুমায়ুন কবির নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সচিবের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর উপাচার্য পদত্যাগের আবেদন করেছেন। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন তিনি। এর আগে গত মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের কাছে ৩ দফা দাবি পেশ করে চুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। সেখানে ৪৮ ঘন্টার মধ্যে উপাচার্য, সহউপাচার্য, ছাত্রকল্যাণ পরিচালক এবং তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিনের পদত্যাগসহ ১৫ আগস্টের মধ্যে ভারপ্রাপ্ত উপাচার্য নিয়োগের দাবি জানায় তারা। তারই পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার পদত্যাগ পত্র জমা দেন অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে চুয়েটের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম বলেন, শিক্ষার্থীরা আমাকে চাচ্ছে না। আমি চুয়েটের সবার মঙ্গল চাই। তাই চুয়েটের স্বার্থে আমি পদত্যাগ করে পদত্যাগপত্র রেজিস্ট্রারের কাছে পাঠিয়েছি। বাকি কাজ রেজিস্ট্রার সম্পন্ন করবেন।

পূর্ববর্তী নিবন্ধচবির হল ও একাডেমিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত স্থগিত
পরবর্তী নিবন্ধ১০ কর্মকর্তাকে ৯৫ হাজার টাকা করে ফেরত দেয়ার নির্দেশ