টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকার পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৫ আগস্ট, ২০২৪ at ৭:৩০ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনের মুখে টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক রনি ও সিনিয়র শিক্ষিকা আমেনা বেগম পদত্যাগ করেছেন। গত তিনদিন ধরে ছাত্ররা প্রধান শিক্ষক মোজাম্মেল হক রনি এবং সিনিয়র শিক্ষিকা আমেনা বেগমের পদত্যাগ দাবিতে আন্দোলন করছিল।

গতকাল দুপুর নাগাদ বিক্ষুদ্ধ ছাত্ররা স্কুলের গেটে জড়ো হয়ে প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষিকার অপসারণ এবং পদত্যাগ দাবি করে মিছিল করতে থাকে। এক পর্যায়ে সেনা সদস্যরা ওখানে গিয়ে ছাত্রদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু ছাত্ররা প্রধান শিক্ষক মোজাম্মেল হক রনি এবং সিনিয়র শিক্ষিকা আমেনা বেগম পদত্যাগ না করলে আন্দোলন থামবে না বলে জানায়। এক পর্যায়ে ছাত্রদের আন্দোলনের মুখে মোজাম্মেল হক রনি পদত্যাগ করতে বাধ্য হন। প্রধান শিক্ষক মোজাম্মেল হক রনি এবং সিনিয়র শিক্ষিকা আমেনা বেগমকে স্বৈরাচারি শিক্ষক আখ্যায়িত করে বৈষম্যবিরোধী ছাত্ররা আন্দোলন করছিল। তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা নেয়াসহ বিভিন্ন অভিযোগ করে।

এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক মোজাম্মেল হক রনির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ৯৪ সাল থেকে ওই স্কুলে শিক্ষকতা করছি। ২০০৫ সাল থেকে সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করি। ২০১১ সাল থেকে প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করে আসছিলাম। এখন যখন আর আমার প্রয়োজন নেই বলা হচ্ছে তাই আমি পদত্যাগ করেছি। যেখানে সম্মান নেই সেখানে তো আর শিক্ষকতা করা যায় না বলেও তিনি মন্তব্য করেন।

সিনিয়র শিক্ষিকা আমেনা বেগম ১৯৯৭ সাল থেকে উক্ত স্কুলে শিক্ষকতা করছিলেন। তিনিও এমপিওভুক্ত সিনিয়র শিক্ষিকা। তিনিও পদত্যাগ করেছেন বলেও প্রধান শিক্ষক নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধআ. লীগ নেতা লেদুর স্ত্রী-সন্তানের বিরুদ্ধে দুদকের দুই মামলা
পরবর্তী নিবন্ধচবির হল ও একাডেমিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত স্থগিত