নগরীর বিপ্লব উদ্যানে স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

| বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ৬:২৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের দুই নম্বর গেটে অবস্থিত বিপ্লব উদ্যানের পরিবেশ ধ্বংস করে নতুন স্থাপনা নির্মার্ণের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিপ্লব উদ্যান দোকান মালিক সমিতি।

বুধবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে বিপ্লব উদ্যানের সামনে মানববন্ধন করে সংগঠনটি।

এ সময় বক্তারা বলেন, আমরা আগেও একবার মানববন্ধন করেছিলাম। উনারা (চসিক) আমাদের কথা রাখেন নাই। এখানে হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে তারপরও চসিক নতুন স্থাপনা নিমার্ণের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ব্যবসার জায়গায় ব্যবসা করেন কোনো আপত্তি নাই। কিন্তু প্রকৃতি নষ্ট করে কোনো ব্যবসা করা যাবে না।

এই পার্ক সিটি কর্পোরেশনের একার সম্পত্তি নয়, এটা জনগণেরও পার্ক। এই পার্কের সুবিধা নগরবাসীই একমাত্র প্রাপ্য। নগরবাসীকে এই সুবিধা থেকে বঞ্চিত করে এই পার্কে একেক সময় একেক স্থাপনা গড়া হবে এটা হতে দেওয়া যায় না।

ঢাকার যে কন্ট্রাকটর কী পরিমাণ গাছ কাটছে তা যাতে আবার লাগানোর ব্যবস্থা করা হয় সে ব্যাপারে সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি।

বিপ্লব উদ্যান দোকান মালিক সমিতির সভাপতি হুমায়ূন কবির বলেন, ‘আমরা সিটি কর্পোরেশনকে অনুরোধ জানাই অতিসত্বর এই পার্কের নতুন স্থাপনা অপসারণ করে উদ্যানটিকে পূর্বের অবস্থায় নিয়ে যেতে। নতুন স্থাপনা নিমার্ণ না করতে মহামান্য হাইকোর্টের রায় থাকার পরেও সিটি কর্পোরেশন কেন কালক্ষেপন করছেন আমাদের বোধগম্য নয়।

চট্টগ্রামবাসীর নাগরিক সুবিধার কথা চিন্তা করে এই পার্কটিকে আবার অবমুক্ত করা হোক এবং মেয়র রেজাউল করিম সাহেব যে চুক্তি করেছেন তা বাতিল করার অনুরোধ জানাই।’

তিনি আরও বলেন, ‘বিগত একটা বছর এই পার্কের যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তারা যে কত নির্যাতনের শিকার হয়েছেন তা বলার অপেক্ষা রাখেন না। চট্টগ্রামে এমনিতেই সবুজের পরিমাণ কম। তাই বিপ্লব উদ্যানে দোকান দিয়ে আমরা নিজেরাই বিব্রত। একটা নগরকে বেঁচে থাকতে হলে একটা পার্কের কতখানি প্রয়োজন আমরা সবাই জানি। দলমত সবকিছুর ঊর্ধ্বে এই পার্কটিকে কীভাবে বাঁচানো যায় নেই লক্ষ্যে অবিচল থাকবো।’

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে জন্মমৃত্যু সংশোধনে অতিরিক্ত টাকা নিলে আইনানুগ ব্যবস্থা
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীর গুলিতে নিহত ১