শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রামু সরকারি কলেজে ফের ক্লাস শুরু

ছুটিতে অধ্যক্ষ

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ৮:০১ পূর্বাহ্ণ

রামু সরকারি কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে একদিন বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার থেকে পুনরায় সকল শ্রেণির ক্লাস শুরু হয়েছে। শিক্ষকদের দাবির প্রেক্ষিতে অধ্যক্ষ মুজিবুল আলমকে পদত্যাগের জন্য আজ বুধবার ১২টা পর্যন্ত সময় বাড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা সৃষ্টি, পুলিশ ও ছাত্রলীগ দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলাহয়রানি এবং নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগে অধ্যক্ষের অপসারণের একদফা দাবিতে গত সোমবার থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। তবে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর ৭ আগস্ট থেকে কলেজ খোলা থাকলেও অধ্যক্ষ কলেজে আসছেন না। এমনকি ভারপ্রাপ্ত হিসাবে কাউকে দায়িত্বও দেননি।

আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে এমদাদ হোসেন গতকাল বলেন, আজও আমরা ৫/৭’শ শিক্ষার্থী নিয়ে কলেজে বিক্ষোভ করেছি। আজ থেকে সকল শ্রেণির ক্লাস চালু হয়েছে।

শিক্ষকরা ছাত্রদের সঙ্গে আলোচনায় বসেছেন জানিয়ে তিনি বলেন, তাদের অনুরোধে অধ্যক্ষের পদত্যাগের জন্য বুধবার (আজ) দুপুর ১২টা পর্যন্ত সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। তারা অধ্যক্ষের সঙ্গে আলাপ করবেন বলে জানিয়েছেন। এরমধ্যে পদত্যাগ না করলে আমরা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলানোসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ বিষয়ে কয়েকজন শিক্ষক জানান, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর আমরা শিক্ষকেরা বসেছিলাম। সেখান থেকে ভিডিও কলে অধ্যক্ষকে সার্বিক বিষয়ে জানানো হয়েছে এবং দুপুর ১২টা পর্যন্ত সময় নেওয়া হয়েছে। তিনি এ বিষয়ে তার সিদ্ধান্ত আমাদের জানাবেন বলেছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ৭ আগস্ট থেকে গতকাল পর্যন্ত একদিনও কলেজে আসেননি অধ্যক্ষ। এরমধ্যে গত সোমবার সুপ্রতীম বড়ুয়াকে ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে বলা হলেও তিনি কোন ডকুমেন্ট দেখাতে পারেননি।

জানতে চাইলে গণিত বিভাগের সহকারী অধ্যাপক সুপ্রতীম বড়ুয়া বলেন, আমাকে শুধু সোমবার একদিনের জন্য ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগের দিনগুলোর বিষয়ে আমি কিছু জানি না। ওইদিন অধ্যক্ষ চিকিৎসা ছুটির জন্য আবেদন করেন। তা গৃহীত করা হয়েছে।

এদিকে ছুটির আবেদনের বিষয়ে যোগাযোগ করা হলে কলেজের অফিস সহকারী মো. আলা উদ্দিন বলেন, আবেদনের একটি কপি তার হাতে আছে। সেখানে ১১ আগস্ট থেকে ৭ দিনের ছুটি মঞ্জুর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিএসইসির নতুন চেয়ারম্যান মাশরুর রিয়াজ
পরবর্তী নিবন্ধছাত্রজনতার গণঅভ্যুত্থান ব্যর্থ করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত