সীতাকুণ্ডে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্রদের মতবিনিময়

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ৭:৫৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলামের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন।বৈঠকে সমন্বয়কদের প্রতিনিধিরা জানান, উদ্ভূত পরিস্থিতিতে তারা জনগণের জানমাল সুরক্ষায় কাজ করছেন। যাতে কোনো সুযোগ সন্ধানী গোষ্ঠী ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি করতে না পারে। তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের কোনো উপজেলায় কোনো সমন্বয়কারী নেই, সবাই প্রতিনিধি। কেউ যদি সমন্বয়কারী পরিচয় দেয় সেটা সঠিক নয়। আর ছাত্ররা প্রশাসনের কোনো অফিসার সাথে না রেখে কোথাও কোনো অভিযান বা বাজার তদারকি ইত্যাদি কাজ করতে পারবে না এবং বিশ্ববিদ্যালয় ও কলেজ বিএনসিসি স্কাউটরা ট্রাফিক পুলিশের পাশাপাশি তাদেরকে সহায়তা করতে পারবে। তারা উপজেলা প্রশাসনের প্রতি মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার দাবি জানান। পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জিয়াউল কাদেরের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী। বক্তব্য রাখেন চবির শিক্ষার্থী সুলতানুল আরেফিন, মোহাম্মদ জয়নুল আবেদীন, রবিউল হাসান শাফি, মো. সিহাব হাসান চৌধুরী, জুনায়েদুল ইসলাম, ওমর ফারুক নয়ন, নাফিজা সুলতানা অমি, শওকত আকবর, মোস্তফা আলম সরকার, অধ্যক্ষ মাওলানা নুরুল কবির প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ৫ দিন পর মহাসড়কে ফিরেছে সীতাকুণ্ড হাইওয়ে পুলিশ
পরবর্তী নিবন্ধনিত্যপণ্যের বাজারে কমিশন এজেন্টস প্রথা বন্ধের দাবিতে মতবিনিময় সভা