লন্ডনে ১১ বছরের মেয়ে শিশুকে ছুরিকাঘাত

| বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ৭:৪৯ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের লেস্টার স্কয়ারে ছুরি হামলায় ১১ বছর বয়সী এক বালিকা গুরুতর আহত হয়েছে। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ছুরি হামলা সন্ত্রাসের সঙ্গে সম্পর্কিত নয় বলে বিশ্বাস পুলিশের। শিশুটি গুরুতর আহত হলেও তার প্রাণ নিয়ে সংশয় নেই। খবর বিডিনিউজের।

পুলিশ জানিয়েছে, পর্যটকদের কাছে জনপ্রিয় সেন্ট্রাল লন্ডনের ব্যস্ত এলাকায় ছুরি হামলায় শিশুটির ৩৪ বছর বয়সী মা সামান্য আহত হয়েছেন। হামলার ঘটনায় ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয়েছে আর পুলিশ কর্মকর্তারা ঘটনার সঙ্গে আর কারও সম্পর্ক আছে বলে মনে করছেন না, জানিয়েছে রয়টার্স। পুলিশ বলেছে, এখন জরুরি তদন্ত চলছে এবং ঠিক কী ঘটেছিল তা পরিষ্কার করতে গোয়েন্দারা কাজ করছেন। তদন্তের এই পর্যায়ে আমাদের মনে হচ্ছে না, সন্দেহভাজন ও আহতরা পরস্পরের পরিচিত। কিছুদিন আগে ইংল্যান্ডের সাউথপোর্ট শহরে একটি নাচের কর্মশালায় ছুরি হামলায় তিন শিশু নিহত ও নয় শিশু আহত হওয়ার পর থেকে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ১৩ বছরের মধ্যে সবচেয়ে ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়ে। হামলার গ্রেপ্তার সন্দেহভাজন কিশোর এক্সেল মুগানওয়া রুডাকুবানা মুসলিম শরণার্থী, অনলাইনে এমন একটি গুজব ছড়ানোর পর যুক্তরাজ্যজুড়ে শহর ও নগরগুলোতে মুসলিম ও অভিবাসীবিরোধী দাঙ্গা শুরু হয় যা বেশ কয়েক দিন ধরে চলে। তারপর থেকে ব্রিটিশ পুলিশ বাহিনী উচ্চ সতর্কাবস্থায় আছে।

পূর্ববর্তী নিবন্ধমধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের শঙ্কা বাড়ছে
পরবর্তী নিবন্ধরাশিয়ার ১ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখলের দাবি ইউক্রেনের