রাউজান থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

রাউজান প্রতিনিধি | বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ৭:৩৯ পূর্বাহ্ণ

রাউজান থানা থেকে লুট করে নেয়া দুটি পিস্তল উদ্ধার করেছে আনসার ভিডিপি সদস্যরা। গত রোববার রাত ১০টার সময় উপজেলার সুলতানপুর খোয়াইক্ক্যা পাড়া থেকে পিস্তল দুটি উদ্ধার করা হয়েছে বলে জানায় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন। স্থানীয় এক ব্যক্তির দেয়া সংবাদের ভিত্তিতে উদ্ধার করা অস্ত্র দুটি রাউজান থানায় আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্বে থানা সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হয়েছে।

জানা যায়, গত ৫ আগস্ট দুর্বৃত্তরা রাউজান থানা লুটপাট চালাতে গিয়ে অন্যান্য জিনিষপত্রে সাথে অস্ত্র দুটি নিয়ে গিয়েছিল। সর্বশেষ এগুলো সামলাতে না পেরে খোলা জায়গায় ফেলে দিয়ে যায়। স্থানীয় এক ব্যক্তি এগুলো দেখে আনসার ভিডিপি কর্মকর্তাকে খবর দিলে আনসার ভিডিপির একটি দল সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধছাত্র আন্দোলনে আহতদের পাশে ইসরাফিল খসরু
পরবর্তী নিবন্ধমোহরায় মন্দির ও বৌদ্ধ বিহার পরিদর্শনে নগর বিএনপির নেতৃবৃন্দ