নিপূণ চিত্রকর

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ৭:৩০ পূর্বাহ্ণ

আষাঢ়শ্রাবণ মেয়ের চলন বলন একই ধারা

একসাথে খায় ঘুমোয়জাগে একসাথে রয় তারা।

আকাশ জুড়ে ঘন জমাট মেঘের কালো রাত

রঙ তুলিতে আষাঢ় মেয়ের দারুণ আঁকার হাত।

গাঁয়ের পাশে বয়ে যাওয়া হালদা নদীর বাঁকে

মেঘ থেকে রুম ঝুম বৃষ্টি তার তুলিতে আঁকে।

টিনের চালে মিষ্টি মধুর রিম ঝিম ঝিম গান

ঝুপ ঝুপ ছনছানির উপর শব্দ তুলির টান।

শ্রাবণ মেয়েও কম কিসে ধান ক্ষেতের ভেজা ছবি

আঁকছে ভেজা বাগানে ফুল নানান ফসল সবই।

টিপ টিপ টিপ আঁকছে ভেজা পাতার বুকে সুর

বৃষ্টিস্নাত জলের গাঁয়ের পথটা বহুদূর।

ঝম ঝম ঝম আঁকছে পাকা রাস্তাদালান ঘর

আষাঢ়শ্রাবণ আঁকিয়ে মেয়ে নিপূণ চিত্রকর।

পূর্ববর্তী নিবন্ধআকাশের জন্যে ভালোবাসা
পরবর্তী নিবন্ধকচ্ছপের বাজিমাত