রাঙ্গুনিয়ায় গ্যাসের চুলার আগুনে পুড়েছে দুটি বসতঘর

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ৭:২৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দুটি বসতঘর। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে রান্নাঘরের গ্যাসের চুলা থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ওই এলাকার স্থানীয় একটি ঘরে আগুন লেগে তা পাশের বাড়িতে ছড়িয়ে যায়। এতে মো. বদরুজ্জামানের মালিকানাধীন ৬ কক্ষ বিশিষ্ট এবং মো. ইউসুফের ৬ কক্ষ বিশিষ্ট দুটি কাঁচা টিনের বসতঘর পুড়ে যায়। তাদের ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানালেও প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মেরাজ আলী জানান, অগ্নিকাণ্ডের খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় সংরক্ষিত বন থেকে কাটা হচ্ছে অর্ধশতাধিক গাছ