এই দিনে

| বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ৭:১৮ পূর্বাহ্ণ

পাকিস্তানের স্বাধীনতা দিবস

১৫৫২ ইতালীয় পণ্ডিত ও দার্শনিক ফ্রা পাওলো সারপির জন্ম।

১৮৩২ বিশিষ্ট পুরাতত্ত্ববিদ জেমস বার্জেসএর জন্ম।

১৮৪১ জার্মান দার্শনিক ইওহান হেরবার্টএর মৃত্যু।

১৮৬৭ নোবেলজয়ী (১৯৩২) ইংরেজ ঔপন্যাসিক ও নাট্যকার জন গলসওয়ার্দির জন্ম।

১৯০০ ২০০ মার্কিন নৌসেনা অবতরণ করে পিকিং দখল করে নিলে বক্সার বিদ্রোহের সমাপ্তি ঘটে।

১৯৩১ ইলা সেন ও মীরা দেবী নামে কুমিল্লার অষ্টম শ্রেণীর দুই ছাত্রী ব্রিটিশ বিরোধী বিপ্লবী তৎপরতার অংশ হিসেবে কুমিল্লার ম্যাজিষ্ট্রেট সি. জি. বি. স্টিভেন্সকে গুলি করে হত্যা করে।

১৯৪১ নোবেলজয়ী (১৯১২) ফরাসি রসায়নবিদ পল সাবাতিয়েএর মৃত্যু।

১৯৪১ রুজভেল্ট ও চার্চিল আটলান্টিক চার্টার নামে পরিচিত শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন।

১৯৪৫ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তিম পর্যায়ে জাপান রাশিয়ার কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে।

১৯৪৭ ভারত বিভক্তির মাধ্যমে পৃথক পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হয়।

১৯৫৬ বিশ্বখ্যাত জার্মান নাট্যকার বের্টোল্ট ব্রেখ্‌ট্‌এর মৃত্যু।

১৯৫৮ নোবেলজয়ী (১৯৩৫) ফরাসি পদার্থবিদ ফ্রেদেরিক ঝোলিওকুরির মৃত্যু।

১৯৭২ ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার ও কবি ঝুল রম্যাঁর মৃত্যু।

১৯৮৪ ইংরেজ সাহিত্যিক জে. বি. প্রিস্টলির মৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে
পরবর্তী নিবন্ধজঁ ফ্রেদেরিক জোলিও-ক্যুরি : নোবেল বিজয়ী পদার্থবিদ