গেল দু’বছর সামষ্টিক অর্থনীতিতে নানা সংকট ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় বৈদেশিক ঋণ পরিশোধ নিয়ে চাপে থাকলেও বিশ্ব ব্যাংক কখনও বাংলাদেশ নিয়ে উদ্বেগ ছিল না জানিয়েছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক। একই কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদও। খবর বিডিনিউজের।
বৈদেশিক ঋণের স্থিতির ক্ষেত্রে বাংলাদেশ এখনও ‘কমফোর্টেবল’ অবস্থানে আছে জানিয়ে তিনি বলেন, বাইরের থেকে অনেকেই বলে কিছুই নাই, এত খারাপ অবস্থা না। লোনের টাকা পরিশোধ করতে পারব না, এতটা খারাপ অবস্থা না। তবে আগে (শেখ হাসিনা সরকারের আমলে) ঋণ নেওয়ার মোটিভিশন ভিন্ন ছিল। তাই ভবিষ্যতে ঋণ নেওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের আরও সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন এ উপদেষ্টা।
গতকাল মঙ্গলবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং পরে বিশ্ব ব্যাংক গ্রুপের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব বলেন সালেহউদ্দিন। এ সময় বাংলাদেশের ঋণ পরিশোধ নিয়ে শঙ্কা বা উদ্বেগ আছে কিনা এমন প্রশ্নে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বলেন, এটি নিয়ে কখনও উদ্বেগ ছিল না। গেল ৫০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ অত্যন্ত নির্ভরযোগ্য অংশীদার। আমি বলতে চাচ্ছি, আমি অনেক দেশে, অনেক মহাদেশ জুড়ে উন্নয়ন নিয়ে কাজ করি। এরপরও আমি (বাংলাদেশ নিয়ে) বলতে পারি যে, এটি কখনই উদ্বেগের বিষয় ছিল না।
এ পর্যায়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা এখনও কোনো ঋণের ডিফল্ট করিনি। আমরা যেন সামনেও এটা না করি। তবে ভবিষ্যতের ক্ষেত্রে লোনটা কেমন আসবে, সফট লোন নাকি হার্ড লোন দেখা। আমরা প্রেফার করব সফট লোন। কিছু পটেনশিয়াল প্রকল্পে হার্ড লোন নিতে হবে, সেটাও আমরা যাচাই–বাছাই করে নেব। সেক্ষেত্রে এটা যেন প্রোপার ইউজ হয়, সেটি বিচেনায় নিতে হবে।
উপদেষ্টার সঙ্গে আলোচনায় বাংলাদেশের কাঠামোগত সংস্কারে বিশ্ব ব্যাংকের প্রতিশ্রুতির কথাও গণমাধ্যমকে জানিয়েছেন আবদৌলায়ে। তিনি বলেন, বাংলাদেশের প্রতি প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করছি, যাতে আমরা বাংলাদেশকে গুরুত্বপূর্ণ সংস্কারের ক্ষেত্রে সহায়তা করতে পারি, তা আর্থিক হোক, খাত সংস্কার হোক, বাণিজ্য সংস্কার, বা ব্যবসার পরিবেশ হোক। যাতে করে বেসরকারি খাতের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হয়।