লোহাগাড়া-সাতকানিয়ায় দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ১৪ ও ১৫ আগস্ট দুটি ভিন্ন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
জানা যায়, কর্মসূচির মধ্যে রয়েছে প্রথমদিন লোহাগাড়া-সাতকানিয়ার সকল মন্দির-বিহার পাহারা দেয়া। দ্বিতীয়দিন সকাল ১০টা থেকে লোহাগাড়া উপজেলা সদর বটতলী স্টেশনে ও সাতকানিয়া উপজেলার কেরানিহাটে সকল শিক্ষার্থী এবং পেশাজীবিরা জরুরী অবস্থান করা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লোহাগাড়া-সাতকানিয়ার সমন্বয়ক এইচ এম তামিম কর্মসূচির সত্যতা নিশ্চিত করে জানান, দুই উপজেলার একতাবদ্ধ ছাত্র সমাজের প্রতিনিধিদের একমতানুসারে দুই দিনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উক্ত কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণ করার আহবান জানিয়েছেন তিনি।