বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের ৮ সদস্যের সমন্বয়ক দল রাউজান উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল রোববার উপজেলা পরিষদ মিলানায়তনের এই সভায় প্রশাসনের কর্মকর্তা ছাড়াও উপস্থিতি ছিলেন সনাতন ধর্মাবলম্বি সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকগণ। সভার সূচনাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের শ্রদ্ধা নিবেদনে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সমন্বয়কগণ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
উত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যাজাই মারমা তাদের জানান থানা পুলিশ না থাকার কারণে আইন শৃংঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়ার কথা। বলেন এই সুযোগে কতিপয় দুর্বৃত্ত কর্তৃক কিছু বাড়িঘর ভাঙচুর, লুট, চাঁদাবাজি,স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠানের হামলার ঘটনার কথা। নির্বাহী কর্মকর্তা জানান সেনা সদস্যরা মাঠে নামার পর পরিস্থিতির উন্নতি হয়েছে। শিক্ষার্থীরা রাস্তাঘাটে শংঙ্খলা রক্ষা ও পরিচ্ছন্নতায় সবখানে কাজ করছেন। তিনি বলেন মানুষ চুরি ডাকাতি ও চাঁদাবাজির ঘটনায় উৎকন্ঠিত আছেন। অনেকেই রাতে পাহারা বসিয়ে এসবের মোকাবেলা করছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ বলেছেন, তারা এই আন্দোলনে যুক্ত হয়েছেন দেশ থেকে সকল ধরণের বৈষম্য দুর করার শপথ নিয়ে নতুন দেশ বিনির্মাণে কাজ করতে। তারা এই স্বপ্ন নিয়ে মাঠে আছেন মানুষের কল্যাণ ও প্রশাসনের কাজে গতিশীলতায় সহযোগিতা করতে। তারা বলেন আমরা প্রশাসনকে সব ধরণের সহযোগিতা করতে চাই। এক প্রশ্নের জবাবে তারা বলেন, রাউজানে তাদের আর কোনো প্রতিনিধি নেই। যেসব শিক্ষার্থী কাজ করছেন তারা স্বেচ্ছাসেবক হিসাবে।
মতবিনিময় করতে আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ হচ্ছেন সুলতানুল আরেফিন, ওমর ফারুক নয়ন, নাফিজা সুলতানা অমি, মোহাম্মদ শওকত আকবর, মোহাম্মদ শরীফ,মোহাম্মদ জয়নুল আবেদীন, রবিউল হাসান শাফি, মো. সিহাব হাসান চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি রিদোয়ানুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিদ্দিক আহমদ, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সরোয়ার জাহান, শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, উপজেলা প্রকৌশলী আবুল কালাম প্রমুখ।