সুজলা–সুফলা লাল–সবুজের দেশ বাংলাদেশ। লাখো দেশপ্রেমিক, মা–বোনের রক্তে অর্জিত এই দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানের সমন্বিত অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশে আমরা সবাই পারস্পরিক ভ্রাতৃত্বে বসবাস করছি। দেশ স্বাধীনতার পর এই অবদি আমাদের দেশ অভূতপূর্ব উন্নয়নের মধ্য দিয়ে এগোচ্ছে ঠিক, কিন্তু বর্তমানে এখনও একটি মহল আমাদের মাঝে সম্প্রতীর এই বন্ধন ছিন্ন করতে সদা তৎপর। যেকোনো ইস্যুকে কেন্দ্র করে তারা ধর্মীয় কোন্দল লাগিয়ে দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, যা আমরা প্রায়শই দেখছি। দেশ প্রেম না থাকার ফলে দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, ঘুষ, দুর্নীতিসহ নানা সামাজিক অবক্ষয়ে পতিত হচ্ছি। আমরা যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে চলি তাহলে এসব অসংহতি দূরীভূত হবে এবং দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। তাই চলুন সকলের মাঝে দেশ প্রেমের বার্তা ছড়িয়ে এই দেশকে ভালো রাখি, আমরা ভালো থাকি।