এবার দুদকের মামলায় খালাস পেলেন ড. ইউনূস

| সোমবার , ১২ আগস্ট, ২০২৪ at ৬:১৯ পূর্বাহ্ণ

অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দুদকের করা মামলায় খালাস পেয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার (১১ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত৪ এর বিচারক রবিউল আলম এ রায় দেন। খবর বাংলানিউজের।

আদালত সূত্রে জানা যায়, এদিন ইউনূসের মামলা প্রত্যাহারে আবেদন করে দুদক। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারায় আদালত তাকে খালাস দেন। এর আগে গত বুধবার শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের অন্য তিন শীর্ষ কর্মকর্তাকে খালাস দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

পূর্ববর্তী নিবন্ধ২৬ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন নাছির
পরবর্তী নিবন্ধকাউন্সিলররা যোগ না দিলে কর্মকর্তারাই দেবেন জন্মনিবন্ধনসহ অন্যান্য সনদ