‘১৬ বছর বিটিভি, রেডিও ও শিল্পকলায় গান গাওয়ার সুযোগ পাইনি’

| রবিবার , ১১ আগস্ট, ২০২৪ at ১১:৫৯ পূর্বাহ্ণ

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী শেখ হাসিনা সরকারের আমলে বিটিভি, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন স্থানে কালো তালিকাভুক্ত ছিলেন। এবার পট পরিবর্তন ও নিজের বঞ্চিত হওয়ার বিষয়ে কথা বলেছেন মনির খান। তিনি বলেন, ৫ আগস্ট পট পরিবর্তন হলো। অসংখ্য ছাত্র আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। প্রাণ ঝরেছে অনেক শিশুর।

রাজপথ রঞ্জিত হয়েছে রক্তে। আমরা সংস্কৃতিকর্মী, সাধারণ মানুষ, সন্তান হারানো পিতামাতাপরিবার সবাই রাস্তায় নেমেছি। যার ফলে পতন হয়েছে সরকারের। স্বস্তির বিষয় স্বৈরশাসক নির্মমভাবে বিদায় নিয়েছে।

অন্তবর্তীকালীন সরকার শপথ নিয়েছে। ড. মুহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী সম্মানিত ব্যক্তি। বাংলাদেশের গর্ব। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সঠিক মানুষকে আমরা পেলাম। মনির খান বলেন, নিজেদের অধিকার ব্যক্ত করতে গিয়ে গত ১৬ বছরের শাসন আমলে অনেকের প্রাণ গেছে, অনেকে জেলবন্দি হয়েছেন, গুম হয়েছেন, দেশ ছাড়া হয়েছেন।

আমি একজন সংগীতকর্মী। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। তারপরও দীর্ঘ ১৬ বছরে বিটিভি, রেডিও ও শিল্পকলায় গান গাওয়ার সুযোগ পাইনি। এমনকি মেরিল প্রথম আলো অনুষ্ঠানেও আমাকে ডাকা হয় না। তিনি যোগ করে বলেন, এ রকম অনেক কষ্ট বুকে জমা আছে।

পূর্ববর্তী নিবন্ধফারিণের দুশ্চিন্তার কারণ কী?
পরবর্তী নিবন্ধশুধু গলাটা ধরে আসছে কান্নায় : পরীমণি