উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি কালী মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী। গত শুক্রবার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি কালী মন্দিরে সবধরনের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার ঘোষণা দেন তিনি। তিনি বলেন, আল্লাহ হাসিনা সরকারের জুলুম ও নির্যাতনের কবল থেকে জাতিকে উদ্ধার করেছেন। এখন দেশ গড়ার কাজ শুরু করতে হবে। এই পরিস্থিতিতে দুষ্কৃতকারীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। ছাত্র–জনতা ও আপামর দেশবাসীর প্রতি আমরা বারবার আহ্বান জানিয়ে আসছি কোনো দুষ্কৃতকারী যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরো বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর কোনো ধরনের হামলা যাতে না হয়, সে বিষয়ে জামায়াতে ইসলামী, ছাত্রশিবির এবং সকল রাজনৈতিক দলসহ জনগণকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন মাস্টার সুনীল বিএসসি, মাস্টার সুজিৎ পাল, সুভাষ চন্দ্র নাথ, শিবু রঞ্জন পাল, প্রসেনজিৎ পাল, ডা. রিটন দাশ, মৃনাল দাশ মিলন, নরেন দাশ, বাবলু শংকর নাথ, ডা. সুকুমার নাথ, খোকন সুশীল, রনজিৎ দাশ নটু, ডা. এধু কান্তি দাশ, ডা. শ্যামল সিকদার, প্রদীপ দাশ, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, মাওলানা আবুল কালাম, কাজী মাওলানা নুরুল আলম চৌধুরী, মাওলানা ইদ্রিস, অধ্যক্ষ আ ন ম নোমান, অধ্যাপক মোহাম্মদ হাসান, মাস্টার মোবারক আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।