জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের সম্প্রীতি সমাবেশ

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ১১ আগস্ট, ২০২৪ at ১১:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের উদ্যোগে মীরসরাই উপজেলার কয়েকটি স্থানে গতকাল শনিবার সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সর্বশেষ মস্তাননগর রহমানিয়া মাদ্রাসায় বিকাল ৫টায় মহা সমাবেশ অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার মো. সোহেলের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলম। বিশেষ অতিথি ছিলেন সোহেল রানা, শফিউল আলম, মো: রিয়াজ হোসেন, রিয়াজ উদ্দিন অপু, আলতাফ হোসেন, মীরজাদা সোহেল, শহিদ উদ্দিন, ফখরুল আলম সুমন, জয় ভৌমিক প্রমুখ।

প্রধান অতিথি বলেন, দেশের সকল নাগরিকের জন্য সমান অধিকার সবাইকে নিশ্চিত করতে হবে। সকল সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সহ কোন অন্যায় বিএনপি মেনে নেবে না বলে ঘোষনা দেন তিনি। তাছাড়া উক্ত সংগঠনের উদ্যোগে বারইয়াহাট, মিঠাছরা, মীরসরাই, বড়তাকিয়ায় পৃথক পৃথক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধস্বৈরাচারী হাসিনা সরকার গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে
পরবর্তী নিবন্ধরাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে