স্বৈরাচারী হাসিনা সরকার গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে

চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিবৃতি

| রবিবার , ১১ আগস্ট, ২০২৪ at ১১:৪২ পূর্বাহ্ণ

চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আলআমীন ও সাধারণ সম্পাদক প্রফেসর এস এম নছরুল কদির এক বিবৃতি বলেছেন, বিগত পনের বছরে স্বৈরাচারী সরকার আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে। কেবল ভোটের অধিকার নয়, মানুষের বাক স্বাধীনতাও কেড়ে নিয়েছে। সীমাহীন লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থাকে চরম সংকটে ফেলে দিয়েছে। নগ্ন দলীয়করণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। বার বার কারিকুলাম পরিবর্তন এবং নানা পরীক্ষানিরীক্ষা চালিয়ে দেশের শিক্ষাব্যবস্থায় চরম নৈরাজ্য সৃষ্টি করেছে। এ অবস্থায় নতুন সরকার প্রাধান্য নির্ধারণের মাধ্যমে যথাযথ পরিকল্পনা নিয়ে এসব সমস্যা মোকাবিলায় নোবেলজয়ী ড. ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ পদক্ষেপ নিবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন মঠ মন্দির পরিদর্শনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
পরবর্তী নিবন্ধজাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের সম্প্রীতি সমাবেশ