বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শোক র্যালি গত শুক্রবার বিকেলে বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রাম ইপিজেড পতেঙ্গা অঞ্চলের উদ্যোগে অনুষ্ঠিত হয়। শোক র্যালিটি সমিতির প্রাঙ্গণ থেকে শুরু করে বন্দরটিলা সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ হালিশহর শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় সমিতির সম্পাদক মন্ডলী, কার্য নির্বাহী সদস্য, দাতা আজীবন সদস্য ছাড়াও শতশত সদস্যরা হাতে মোমবাতি জ্বালিয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও নিরবতা পালন করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
সমিতির সভাপতি কে এম জামাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি আমিনুল হক শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু হানিফ, সহ সভাপতি এম এইচ চুন্ন খান, সৈয়দ সাইদুর রহমান ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, সহ সাধারণ সম্পাদক সম্পাদক ফয়সাল বিশ্বাস, অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিক তালুকদার আজীম, সহ সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।