নিয়োগ পাওয়ার ১৮ দিনের মাথায় পদত্যাগ করলেন বাংলা একাডেমির মহাপরিচালক মো. হারুন–উর–রশীদ আসকারী। গতকাল শনিবার বাংলা একাডেমির ফেসবুক পেজে পোস্ট করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া একাডেমির পরিচালক সরকার আমিনও বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। খবর বাংলানিউজের।
গত ২৪ জুলাই মো. হারুন–উর–রশীদ আসকারী তিন বছরের জন্য বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। কিন্তু তার নিয়োগ নিয়ে দেশের কবি–লেখক সমাজ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন।
১৯৯০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন হারুন–উর–রশীদ আসকারী।