আর নয় অদৃশ্য কারাগার , এবার বাক স্বাধীনতা চাই

| রবিবার , ১১ আগস্ট, ২০২৪ at ১০:৫৯ পূর্বাহ্ণ

২৪ এর ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে রূপ নেওয়া ছাত্র জনতা ও সর্বস্তরের মানুষের সম্মিলিত ঐক্যবদ্ধ আন্দোলনে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকারের দেশত্যাগ, বাংলাদেশের মানুষকে আরো একবার স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে। সাবেক স্বৈরাচারী সরকার জনগণের কণ্ঠ রূদ্ধ করে, বাক স্বাধীনতা কেড়ে নিয়ে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলো যাকে ‘অদৃশ্য কারাগার’ এর সাথে তুলনা চলে। মুক্তকণ্ঠের কোনো সাংবাদিক যখনি বাকমুক্ত হয়ে স্বাধীন কলমের অস্তিত্ব প্রকাশ করার চেষ্টা করেছিলো তখনি তাকে বিভিন্ন হামলা, মামলা ও হয়রানির শিকার হতে হয়েছে। জেলে যেতে হয়েছে। অনেককে গুম ও হত্যা করা হয়েছে। সেই সব গুম, খুনের সুষ্ঠু বিচার কখনো হয়নি। আজ স্বৈরাচারীর পতন হয়েছে। মুক্ত আকাশে বিপ্লবী কলমের পাখিরা ডানা মেলে উড়ছে। অন্যায় অত্যাচার ও শোষণের দিন বুঝি শেষ হয়ে এলো। স্বপ্ন দেখতে শুরু করেছে। আমরা আর সেই অদৃশ্য কারাগারের বন্দি হতে চাই না। চাই বাক স্বাধীনতা।

শাহ নেওয়াজ

বন্দর,

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধক্ষুদিরাম বসু : স্বদেশের জন্য আত্মত্যাগী বিপ্লবী
পরবর্তী নিবন্ধআমিরাত সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করায় প্রবাসীদের মনে স্বস্তি প্রকাশ