২০২৪ সাল সবচেয়ে উষ্ণতম বছর : ইইউ মনিটর

| শনিবার , ১০ আগস্ট, ২০২৪ at ৭:৪৮ পূর্বাহ্ণ

জুলাই মাসে মাসিক তাপমাত্রার রেকর্ডের ১৩ মাসের ধারাবাহিকতা শেষ হওয়া সত্ত্বেও ‘ক্রমবর্ধমানহারে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকায় সম্ভবত’ ২০২৪ হবে রেকর্ডের সবচেয়ে উষ্ণতম বছর। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু মনিটর বৃহস্পতিবার এ কথা বলেছে। কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সি৩এস) বলেছে, গত মাসটি রেকর্ড বইয়ে ১৯৪০ সালের পর দ্বিতীয় উষ্ণতম মাস ছিল। যা ২০২৩ সালের জুলাইয়ের তুলনায় সামান্য শীতল। জুন ২০২৩ এবং জুন ২০২৪ এর মধ্যে প্রতিটি মাস বছরের সময়ের জন্য নিজস্ব তাপমাত্রার রেকর্ড গ্রহণ করেছে। খবর বাসসের।

সি৩এস এর ডেপুটি ডিরেক্টর সামান্থা বার্গেস বলেছেন, ‘রেকর্ডব্রেকিং মাসের ধারা শেষ হয়েছে। কিন্তু শুধুমাত্র একটি ঝাঁকুনি রয়ে গেছে।’ সি৩এসএর মাসিক বুলেটিন অনুসারে, গত মাসে বিশ্বব্যাপী গড় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯১ ডিগ্রি সেলসিয়াস, জুলাই ২০২৩এর তুলনায় মাত্র ০.০৪ ডিগ্রি সেলসিয়াস কম। বার্গেস বলেন, ‘সামগ্রিক প্রেক্ষাপটের পরিবর্তন হয়নি। এতে আমাদের জলবায়ু উষ্ণ হতে থাকে।’ তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী প্রভাব ২০২৩ সালের আগে শুরু হয়েছিল এবং বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমন নেট শূন্যে না পৌঁছানো পর্যন্ত চলতে থাকবে।’ ১৯৯১ থেকে ২০২০ সালের গড় থেকে জানুয়ারিজুলাই পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা ০.৭০ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

পূর্ববর্তী নিবন্ধ১০ সেপ্টেম্বর বিতর্কে মুখোমুখি হবেন ট্রাম্প-হ্যারিস
পরবর্তী নিবন্ধহামাসের নতুন নেতা কে এই ইয়াহিয়া সিনওয়ার