সংখ্যালঘু ও সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাউজানে গোলাম আকবর

| শনিবার , ১০ আগস্ট, ২০২৪ at ৭:২৯ পূর্বাহ্ণ

ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতনে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। কিন্তু এই অর্জনকে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। বিএনপির নেতাকর্মীদেরকে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। সংখ্যালঘু ও সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। লুটপাট বন্ধ করতে হবে। হামলা কারীদেরকে চিহ্নিত করে প্রতিরোধ করতে হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাউজান উপজেলা ও পৌরসভা শাখার এক মতবিনিময় সভা রাউজান উপজেলা শাখার আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার উপরোক্ত মন্তব্য করেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেনের সঞ্চালনায় গত বৃহস্পতিবার গোলাম আকবর খোন্দকারের বিভারলী হিলস্থ বাসভবনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন শিকদার। বক্তব্য রাখেন, পৌরসভা বিএনপির আহ্বায়ক আবু মোহাম্মদ, সদস্য সচিব ইফতেখার উদ্দিন খাঁন, চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি শফিউল আলম চৌধুরী, এইচ এম নুরুল হুদা, শামসুল হক বাবু, মোঃ একরামুল হক, ফারুক চেয়ারম্যান, সেলিম নুর, জিয়া উদ্দিন, মোঃ দিদারুল আলম, কমলেন্দু শীল, মোঃ ইদ্রিস মিয়া, মোঃ রফিক, সিরাজ চেয়ারম্যান, আইয়ুব খান জনি, আবু তাহের, এমদাদুল হক, আব্দুল হক, আবু বকর, জি এম মুর্শেদ, দিদারুল আলম, শেখ নাজিম, হাসান মুর্শেদ, এন আই বাবুল, জানে আলম, শাহজান সাহিল, আনোয়ার হোসেন, সালাউদ্দিন মেম্বার, আবুল কাশেম, শাকিল হোসেন, নাইমুদ্দিন মিনহাজ, রায়হান উদ্দিন, সাফায়েত হোসেন রাকিব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকালুরঘাট সেতু যান চলাচলের উপযোগী করার দাবি
পরবর্তী নিবন্ধদ্রুততম লাইলসকে পেছনে ফেলে ২০০ মিটারে সেরা টেবোগো