ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর এক যুক্ত বিবৃতিতে অধ্যাপক ডঃ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন– দেশ ও জাতির এহেন ক্রান্তিলগ্নে এ অন্তর্বর্তীকালীন সরকার গণ আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে। নেতৃবৃন্দ এ মূহুর্তে দেশের ভেঙে পড়া আইন–শৃঙ্খলার প্রভূত উন্নয়ন ঘটিয়ে জনমনে দ্রুত স্বস্তিদায়ক অবস্থা ফিরিয়ে আনা একান্ত জরুরি বলে মন্তব্য করেন। এছাড়া রাজনৈতিক অঙ্গনে অনতিবিলম্বে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতঃ একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে মনোনিবেশ করার উপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।