বাঁশখালী চেচুরিয়ায় অবস্থিত মেসার্স ইউনিটি এলপিজি গ্যাস পাম্পে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে । গত সোমবার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে মেসার্স ইউনিটি এলপিজি গ্যাস পাম্পে ভাংচুর এবং গ্যাস বিক্রির টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন পাম্পের মালিক সুরঞ্জন চক্রবর্তী। তিনি আরো বলেন, পুনরায় হামলার ভয়ে কারো বিরুদ্ধে অভিযোগ করার সাহস পাইনি ।