রাউজান কলেজ মার্কেটে আগুন, ব্যাপক ক্ষতি

আজাদী প্রতিবেদন | শনিবার , ১০ আগস্ট, ২০২৪ at ৬:৩২ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ সরকার পতনের সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে রাউজানের প্রতিটি জনপদে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। স্থানীয়রা জানান, অজ্ঞাত ব্যক্তিদের দেয়া আগুন ও ভাঙচুর থেকে রক্ষা পায়নি রাউজান সরকারি কলেজের মালিকাধীন মুন্সিরঘাটার মার্কেট, ইউনিয়ন পরিষদের মত প্রতিষ্ঠানও।

স্থানীয়রা বলছেন, ৫ আগস্ট সন্ধ্যা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মী, জনপ্রতিনিধিদের বাড়িঘরে ব্যাপক ধংসযজ্ঞ চালিয়ে মূল্যবান জিনিষপত্র নিয়ে যায় তারা। দোকানের মালামাল, গৃহপালিত গরু, মহিষ, অনেকের মোটরসাইকেলও নিয়ে যাওয়া হয়। তাদের দেয়া আগুনে রক্ষা পায়নি রাউজান সরকারি কলেজ মার্কেট ও ইউনিয়ন পরিষদের আসবাবপত্র, পরিষদে সেবা দেয়ার কম্পিউটার, মূল্যবান কাগজপত্র। রাউজান উপজেলার বিভিন্ন জনপদ থেকে ফোন করে দৈনিক আজাদীকে এসব তথ্য দিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জানিয়েছেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার সংবাদ পেয়ে অনেক আওয়ামী লীগ নেতাকর্মী আতংকে বাড়ি ঘরে ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়া শুরু করে। এমন পরিস্থিতিতে দলবেঁধে নেতার্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে ধংসাত্মক কর্মকাণ্ড চালানো হয়। এ সময়ে তার নিজের বাড়ি ও ইউনিয়ন পরিষদের সবকিছু ভেঙে তছনছ করে, লুটে নেয় মূল্যবান জিনিষপত্র। ইউনিয়ন পরিষদের সব জিনিষপত্র ভেঙে তছনছ করা হয়েছে বলে জানিয়েছেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সচিব শহিদুল ইসলাম।

রাউজান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী কলেজ মার্কেট পুড়ে দেয়ার ঘটনা স্বীকার করে বলেছেন, মার্কেট ভবনের দ্বিতীয় তলায় থাকা একটি বেসরকারি ব্যাংকের ক্ষতি হওয়ার কথা জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপক এম এ হান্নান।

খবর নিয়ে জানা যায়, রাউজানের বিভিন্নস্থানে সংঘটিত এসব ঘটনার সংবাদে গভীর উৎকন্ঠা প্রকাশ করে বিবৃতি বক্তব্য দিয়ে আসছেন এখানকার প্রতিটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। তারা ঘোষণা দিয়েছেন সংগঠনের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এসব ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেবেন।

পূর্ববর্তী নিবন্ধরাজারবাগে যা যা হলো
পরবর্তী নিবন্ধদুষ্কৃতকারীরা অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে