নগরীতে সাধারণ মুসল্লিদের শান্তি মিছিল

সকল নৈরাজ্য প্রতিহত করার আহ্বান

| শনিবার , ১০ আগস্ট, ২০২৪ at ৬:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আন্দরকিল্লায় সাধারণ মুসল্লিদের উদ্যোগে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদে জুমা নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে লালদীঘি মাঠে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব, আওলাদে রাসুল (.) আল্লামা হয়রত মাওলানা সাইয়্যেদ মো. আনোয়ার হোসাইন তাহের আল মাদানীসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি। মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়েছে। বক্তব্য দেন, আওলাদে রাসুল (.) আল্লামা হয়রত মাওলানা সাইয়্যেদ মো. আনোয়ার হোসাইন তাহের আল মাদানী বলেন, ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে বাংলাদেশ বিজয় লাভ করেছে। ফ্যাসিবাদের কবল থেকে মুক্তির জন্য যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন সকলকে আল্লাহ উত্তম মর্যাদা দান করুন। তিনি আরও বলেন, ছাত্র জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে অনেকে দাঙ্গাহাঙ্গামা শুরু করেছে। অনেক ধর্মীয় উপাসনালয়ে হামলা করছে। আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের সকল ধর্মের মানুষ আমাদের আত্মীয়। আমাদের দেশে কোনো ধর্মের ভেদাভেদ থাকতে পারে না। তিনি সকলকে ধর্মীয় উপাসনালয়ে হামলাসহ সকল ধরনের নৈরাজ্য প্রতিহত করার আহ্বান জানান।

শাহজাহান চৌধুরী বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী স্বৈরাচারের চরম জুলুম, নির্যাতন, সন্ত্রাস, নৈরাজ্য ও বঞ্চনার শিকার হয়েছে দেশবাসী। ছাত্রজনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে এই স্বৈরাচার উৎখাত হয়েছে। এই বিজয় অর্জনে অগণিত ছাত্রছাত্রীদেরকে জীবন দিতে হয়েছে। সকল ধর্মের মানুষের পাশাপাশি মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন ও নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দুষ্কৃতকারীরা কোনো অবস্থাতেই যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে ছাত্রজনতার এ বিজয়কে নস্যাৎ করতে না পারে সেদিকে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে। সকল ধর্মবর্ণগোত্রের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সকলের দায়িত্ব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুষ্কৃতকারীরা অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগের সন্ত্রাসীরা ওঁত পেতে আছে, সবাই সজাগ থাকবেন : শাহাদাত